Type Here to Get Search Results !

সমস্থিতি মতবাদ সম্পর্কে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন/ Isostasy SAQ

1. প্লবতার নিয়ম কে দিয়েছেন?

    উঃ আর্কিমিডিস।


2.  ইংরেজি আইসোস্টেসি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?

     উঃ  ডাটন ।


3. "ভূপৃষ্ঠের যে অংশ যত উঁচু তার শিলা গঠিত শিকড় ভূগর্ভে ততটাই গভীর" মতবাদটি কে দিয়েছিলেন?

    উঃ  এইরি ।


4. ভূগর্ভের যে গভীরতায় প্রতিবিধান তল রয়েছে বলে মনে করা হয় ? 

     উঃ    100 কিলোমিটার ।

 
 5. মোহোবিযুক্তি তলের গভীরতা সমস্থিতি তত্ত্ব অনুযায়ী ভূগর্ভে কোথায় সবচেয়ে বেশি?

     উঃ  পর্বতের নিচে।

 
 6. মোহোবিযুক্তি তলের গভীরতা সমস্থিতি তত্ত্ব অনুযায়ী কোথায় সবচেয়ে কম?

      উঃ    সমভূমির নিচে এবং সামুদ্রিক ভূ-ত্বকের নিচে ।


 7. বিভিন্ন ভূ-প্রাকৃতিক অংশ  ভূ-গর্ভের যে সমান তল বরাবর অবস্থান করে তাকে কি বলে?

      উঃ  প্রতিবিধান তল বা Level of Compensation ।

 8. গ্রিক শব্দ "isos" কথাটির অর্থ কি?

      উঃ    সমান ।


 9. গ্রিক শব্দ "stasis" কথাটির অর্থ কি?

      উঃ    স্থিতাবস্থা ।

 
10. প্লিস্টোসিন হিমযুগের বরফ অপসারণে ভূমির উচ্চতা কোথায় বৃদ্ধি পেয়েছে?

      উঃ   স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে।


 11. হেফোর্ড এর মত অনুসারে প্রতিবিধান তল এর অবস্থান কোথায়?

       উঃ  100 কিলোমিটার গভীরতায়।


 12. ভূ-ত্বকের উপর অভিকর্ষজ টান এবং প্লবতার পারস্পরিক ভারসাম্যকে কি বলে?

       উঃ   সমস্থৈতিক ভারসাম্য।


13.  মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক কোন স্তরের উপর ভাসমান অবস্থায় রয়েছে?

       উঃ   অ্যাস্থেনোস্ফিয়ার ।


 14. এইরি সমস্থিতি মতবাদ কবে দেন?

       উঃ     1855 সালে ।


15. প্রাট তার সমস্থিতি মতবাদ কবে দিয়েছিলেন?

       উঃ     1859 সালে ।


16. মহাসাগরীয় ভূত্বকের উপর মহাদেশীয় ভূ-ত্বকের ভাসমানতা কোন নিয়মের জন্য হয়?

      উঃ   প্লবতার নিয়মের জন্য ।


17. সমস্থিতি তত্ত্বের সাহায্যে ভূপৃষ্ঠের কোন উপাদানের ভারসাম্য সম্পর্কে ধারণা করা যায়?

      উঃ   উচ্চতা ।

18. সমস্থিতি বিষয়ক হাইড্রোস্ট্যাটিক ভারসাম্য তত্ত্বের প্রবক্তা কে?

      উঃ   জিবি এইরী ।

19. সমস্থিতি মতবাদ সম্পর্কে আদি ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন?

      উঃ  পিয়ের বোগ (1735) ।


20. সমস্থিতি শব্দটি প্রথম কে সার্থক প্রয়োগ করেন? 

       উঃ   ডাটন 1850 সালে।


21. সমস্থিতি সংক্রান্ত ভাসমানতা তত্ত্বটি(law of floatation) কার?

      উঃ  জিবি এইরি ।


22. সমস্থিতি তত্ত্ব অনুসারে বরফের কত অংশ জলের উপরে থাকে?

 1/10 অংশ 9/10 অংশ জলের নিচে থাকে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area